সর্বশেষ

Wednesday, September 10, 2025

আইফোন ১৭ সিরিজের ঘোষণার পর অ্যাপলের স্টোর থেকে ৮টি পণ্যের বিদায়

আইফোন ১৭ সিরিজের ঘোষণার পর অ্যাপলের স্টোর থেকে ৮টি পণ্যের বিদায়

প্রতি বছরের মতো এবারও নতুন আইফোনের আগমনের সঙ্গে অ্যাপল তাদের অফিসিয়াল স্টোর থেকে বেশ কয়েকটি পুরোনো ডিভাইসের বিক্রি বন্ধ করছে। আইফোন ১৭ সিরিজের ঘোষণার পর বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) থেকে আটটি জনপ্রিয় পণ্য আর অ্যাপলের ওয়েবসাইট বা অফিসিয়াল স্টোরে পাওয়া যাবে না। এর মধ্যে রয়েছে চারটি আইফোন, তিনটি অ্যাপল ওয়াচ এবং একটি এয়ারপডস মডেল।

বাদ পড়া আইফোনগুলো হলো—আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স। অ্যাপল ওয়াচের ক্ষেত্রে বন্ধ হচ্ছে অ্যাপল ওয়াচ সিরিজ ১০, অ্যাপল ওয়াচ আলট্রা ২ এবং অ্যাপল ওয়াচ এসই (দ্বিতীয় প্রজন্ম)। এছাড়া, এয়ারপডস প্রো ২-ও বাজার থেকে উঠে যাচ্ছে। তবে, খুচরা বিক্রেতাদের কাছে মজুত থাকা পর্যন্ত এই পণ্যগুলো বাজারে পাওয়া যেতে পারে।

চলতি বছরের শুরুতে আইফোন এসই বাজার থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এর জায়গায় এসেছে আধুনিক ডিজাইনের আইফোন ১৬ই, যা বর্তমানে অ্যাপলের সবচেয়ে সাশ্রয়ী মডেল হিসেবে ৫৯৯ ডলারে বিক্রি হচ্ছে।

৯ সেপ্টেম্বরের ‘অ ড্রপিং’ ইভেন্টে অ্যাপল চারটি নতুন আইফোন মডেল উন্মোচন করেছে। নতুন লাইনআপে রয়েছে—আইফোন ১৭ (বেস মডেল), আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং নতুন ডিজাইনের আইফোন ১৭ এয়ার। এই ‘এয়ার’ মডেলটি গত বছরের আইফোন ১৬ প্লাসের জায়গা নিয়েছে, যা অ্যাপলের ইতিহাসে সবচেয়ে পাতলা ও হালকা আইফোন হিসেবে পরিচিত। এটি মাত্র ৫.৬ মিলিমিটার পুরু এবং টাইটানিয়াম ফ্রেমে তৈরি।

আইফোন ছাড়াও এই ইভেন্টে নতুন অ্যাপল ওয়াচ এবং এয়ারপডসের ঘোষণা এসেছে। বাজারে আসছে অ্যাপল ওয়াচ সিরিজ ১১, অ্যাপল ওয়াচ আলট্রা ৩ এবং অ্যাপল ওয়াচ এসই ৩। পাশাপাশি উন্মোচিত হয়েছে এয়ারপডস প্রো ৩, যা অ্যাপলের সর্বশেষ ট্রু-ওয়্যারলেস হেডসেট। এই নতুন ডিভাইসগুলো অ্যাপলের অফিসিয়াল স্টোরে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং ১৯ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে।

Monday, September 8, 2025

ফোন ও ল্যাপটপকে হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত রাখার সহজ উপায়

ফোন ও ল্যাপটপকে হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত রাখার সহজ উপায়

 আজকের দিনে স্মার্টফোন বা ল্যাপটপ ছাড়া জীবন কল্পনা করা কঠিন। ব্যাংকিং থেকে শপিং, ব্যক্তিগত ছবি-ভিডিও সংরক্ষণ, এমনকি দরকারি তথ্য জমা রাখা—সবকিছুই আমরা এই ডিভাইসগুলোর মাধ্যমে করি। কিন্তু এই কারণেই হ্যাকারদের জন্য এগুলো প্রধান টার্গেট হয়ে দাঁড়ায়। তাই একটু সচেতনতা ও কিছু সহজ অভ্যাসের মাধ্যমে নিজের ডিভাইসকে নিরাপদ রাখা জরুরি।

চলুন জেনে নিই কীভাবে সহজ কিছু উপায়ে ফোন, ল্যাপটপ বা ডেস্কটপকে হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত রাখা যায়।

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন

স্মার্টফোন হোক বা ল্যাপটপ—প্রতিটি ডিভাইসে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই “password123” বা জন্মতারিখের মতো সহজ পাসওয়ার্ড ব্যবহার করেন, যা সহজেই হ্যাক হতে পারে।

কী করবেন?

  • পাসওয়ার্ডে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন (@, #, &) ব্যবহার করুন।

  • প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন।

  • পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করলে পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা কমবে।

সফটওয়্যার নিয়মিত আপডেট করুন

ফোন বা ল্যাপটপ যখন সফটওয়্যার আপডেটের জন্য অনুরোধ করে, তখন তা উপেক্ষা করা উচিত নয়। এই আপডেটগুলো শুধু নতুন ফিচার যোগ করে না, বরং নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ।

কেন জরুরি?

  • পুরনো সফটওয়্যারে নিরাপত্তার ফাঁক থাকতে পারে, যা হ্যাকাররা কাজে লাগাতে পারে।

  • আপডেটের মাধ্যমে ডিভাইস আরও সুরক্ষিত হয়।

অনলাইনে সতর্কভাবে চলাফেরা করুন

ইন্টারনেটে কী ক্লিক করছেন, কে লিঙ্ক পাঠাচ্ছে, কোন অ্যাপ ব্যবহার করছেন—এসব বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন।

মনে রাখবেন:

  • অপরিচিত লিঙ্ক বা মেসেজে ক্লিক করবেন না।

  • বন্ধু বা পরিচিতজনের পাঠানো লিঙ্ক সত্যিই তারা পাঠিয়েছে কি না, তা নিশ্চিত করুন।

  • অজানা অ্যাপ ইনস্টল করার আগে রিভিউ এবং পারমিশন ভালো করে দেখে নিন।

অতিরিক্ত টিপস

  • টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) চালু করুন।

  • ফ্রি Wi-Fi ব্যবহারের সময় সতর্ক থাকুন।

  • অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন।

নিজের ডিভাইসকে সুরক্ষিত রাখা কঠিন কিছু নয়। একটু সচেতনতা ও সঠিক অভ্যাসের মাধ্যমে হ্যাকার বা অনলাইন প্রতারকদের ফাঁদ থেকে নিরাপদ থাকা সম্ভব। প্রযুক্তি যেমন সুবিধা দেয়, তেমনি কিছু ঝুঁকিও নিয়ে আসে। তাই প্রযুক্তির ব্যবহার হোক আরও নিরাপদ ও সচেতনভাবে।

Sunday, September 7, 2025

গুগল ফটোসে ভিও ৩: ছবি থেকে উন্নত মানের ভিডিও তৈরির নতুন সুবিধা

গুগল ফটোসে ভিও ৩: ছবি থেকে উন্নত মানের ভিডিও তৈরির নতুন সুবিধা

 গুগলের সর্বশেষ ভিডিও জেনারেশন মডেল ভিও ৩ এখন গুগল ফটোসে যুক্ত হচ্ছে। এই নতুন ফিচার ব্যবহারকারীদের জন্য অ্যাপের ‘ক্রিয়েট’ ট্যাবে উপলব্ধ হবে, যেখানে তারা স্থিরচিত্রকে উচ্চমানের ভিডিও ক্লিপে রূপান্তর করতে পারবেন। প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, গুগল ফটোসে ইতিপূর্বে চালু ‘ফটো টু ভিডিও’ ফিচারটি এখন ভিও ৩-এর মাধ্যমে আরও উন্নত মানের ভিডিও তৈরি করবে।

এই আপডেট গুগলের সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সাধারণ ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার কৌশলের একটি অংশ। উদাহরণস্বরূপ, ২০২৫ সালের মে পর্যন্ত গুগল ফটোসে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ কোটি। এই বিশাল প্ল্যাটফর্মের মাধ্যমে গুগল তাদের এআই প্রযুক্তির ব্যবহার প্রসারিত করছে।

চলতি বছরের মে মাসে গুগলের আই/ও ডেভেলপার কনফারেন্সে প্রথমবারের মতো ভিও ৩ উন্মোচিত হয়। এটি ইমেজ-টু-ভিডিও জেনারেশন সুবিধা নিয়ে আসে। জুলাইয়ে এই মডেলটি গুগলের জেমিনাই অ্যাপে যুক্ত হয়, যেখানে এআই প্রো এবং এআই আল্ট্রা সাবস্ক্রিপশন গ্রাহকেরা দিনে তিনটি ভিডিও তৈরি করতে পারেন। এসব ভিডিওতে দৃশ্যমান এবং অদৃশ্য উভয় ধরনের ওয়াটারমার্ক যুক্ত থাকে, যাতে এআই-জনিত কনটেন্ট সহজে চিহ্নিত করা যায়।

ভিও ৩-এর মাধ্যমে গুগল ফটোস ব্যবহারকারীরা এখন তাদের স্মৃতিকে নতুনভাবে জীবন্ত করতে পারবেন। পুরনো ছবিগুলো অ্যানিমেশনের মাধ্যমে প্রাণ ফিরে পাবে। আপাতত এই সুবিধা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে।

আগে চালু থাকা ‘ফটো টু ভিডিও’ ফিচারটি ভিও ২-এর মাধ্যমে চালিত হতো। এতে ব্যবহারকারীরা গ্যালারি থেকে ছবি বেছে নিয়ে ‘সাটল মুভমেন্টস’ বা ‘আই এম ফিলিং লাকি’ অপশনের মাধ্যমে ছয় সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারতেন। এখন ভিও ৩-এর আপডেটে ভিডিওর দৈর্ঘ্য হবে চার সেকেন্ড এবং এটি অডিও সাপোর্ট করবে না। তবে ফিচারটি বিনামূল্যে ব্যবহার করা যাবে, যদিও সীমিত সংখ্যক জেনারেশনের সুযোগ থাকবে। এআই প্রো এবং এআই আল্ট্রা গ্রাহকেরা বেশি সংখ্যক ভিডিও তৈরির সুবিধা পাবেন।

নতুন ফটো-টু-ভিডিও ফিচারটি গুগল ফটোসের ‘ক্রিয়েট হাব’-এ উপলব্ধ হবে। এই নতুন সেকশনে ব্যবহারকারীরা বিভিন্ন এআই-চালিত সৃজনশীল টুল ব্যবহার করতে পারবেন। এর মধ্যে রয়েছে:

  • রিমিক্স: ছবির স্টাইল পরিবর্তনের জন্য।

  • কোলাজ তৈরি: ছবি থেকে কোলাজ তৈরির সুবিধা।

  • মন্টাজ: গ্যালারি থেকে ভিডিও মন্টাজ তৈরি।

  • সিনেম্যাটিক ফটো: চলমান থ্রিডি ছবি তৈরি।

  • জিফ তৈরি: ছবি থেকে অ্যানিমেটেড জিফ তৈরির টুল।

গুগল ফটোস এখন কেবল ছবি সংরক্ষণের জায়গা নয়, বরং সৃজনশীলতার একটি ক্যানভাসে পরিণত হচ্ছে। ভিও ৩-এর এই আপডেট ব্যবহারকারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

Wednesday, September 3, 2025

টেকনোর নতুন ‘মেগাবুক টি১’ ল্যাপটপ বাজারে, দাম ৮৯,৯০০ টাকা

টেকনোর নতুন ‘মেগাবুক টি১’ ল্যাপটপ বাজারে, দাম ৮৯,৯০০ টাকা

 দেশের বাজারে নতুন মডেলের ল্যাপটপ ‘মেগাবুক টি১’ নিয়ে এসেছে টেকনো। ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের এই ল্যাপটপে রয়েছে ইন্টেলের ১৩তম প্রজন্মের কোর আই৯ প্রসেসর, ইন্টেল আইরিস এক্সই গ্রাফিকস কার্ড এবং ৩২ গিগাবাইট র‍্যাম, যা একাধিক কাজ একসঙ্গে করার জন্য অত্যন্ত উপযোগী। ল্যাপটপটির দাম নির্ধারণ করা হয়েছে ৮৯,৯০০ টাকা। গত বুধবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেগাবুক টি১ ল্যাপটপে এক টেরাবাইট স্টোরেজ ক্ষমতা রয়েছে। এতে থাকা ৭০ ওয়াটের শক্তিশালী ব্যাটারি একটানা সাড়ে ১৭ ঘণ্টা ব্যবহারের সুবিধা দেবে। ৩০০ নিটস উজ্জ্বলতাসম্পন্ন ডিসপ্লে উন্নতমানের ছবি ও ভিডিও দেখার অভিজ্ঞতা নিশ্চিত করে।

ল্যাপটপটিতে টেকনো ভিওসি সাউন্ড সিস্টেমের দুটি মাইক্রোফোন এবং এআই নয়েজ রিডাকশন প্রযুক্তি রয়েছে, যা ভিডিও কলকে আরও সুবিধাজনক করে। এছাড়া ৬৫ ওয়াট জিএএন সুপার-ফাস্ট চার্জার দ্রুত চার্জিংয়ের সুবিধা দেয়, ফলে চার্জ নিয়ে চিন্তার প্রয়োজন পড়ে না।

এই ল্যাপটপে ডুয়েল টাইপ সি পোর্টের পাশাপাশি রয়েছে এইচডিএমএল ১.৪, ইউএসবি ৩.২ জেন ২, দুটি ইউএসবি ৩.২ জেন ১, ইউএসবি ২.০, আরজে ৪৫ ইথারনেট, টিএফ কার্ড স্লট, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, রিসেট সুইচ এবং কেঞ্জিংটন লক। এই বৈশিষ্ট্যগুলো মেগাবুক টি১-কে আধুনিক ও বহুমুখী ডিভাইস হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

চ্যাটজিপিটিতে অভিভাবক নিয়ন্ত্রণ ফিচার চালুর ঘোষণা ওপেনএআইয়ের, কিশোরের আত্মহত্যার পর বিতর্ক

চ্যাটজিপিটিতে অভিভাবক নিয়ন্ত্রণ ফিচার চালুর ঘোষণা ওপেনএআইয়ের, কিশোরের আত্মহত্যার পর বিতর্ক

 কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব নিয়ে ক্রমবর্ধমান বিতর্কের মধ্যে চ্যাটজিপিটিতে অভিভাবক নিয়ন্ত্রণ ফিচার চালুর পরিকল্পনা ঘোষণা করেছে ওপেনএআই। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক ব্লগ পোস্টে ক্যালিফোর্নিয়াভিত্তিক এই প্রতিষ্ঠান জানিয়েছে, কিশোর-কিশোরীদের বেড়ে ওঠার জন্য পারিবারিক সমর্থনের প্রয়োজনীয়তা বিবেচনায় এই নতুন ফিচার চালু করা হচ্ছে। এই ফিচারের মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানের চ্যাটজিপিটি অ্যাকাউন্টের সঙ্গে নিজেদের অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। এর ফলে তারা সন্তানের অ্যাকাউন্টের মেমোরি এবং চ্যাট হিস্ট্রি বন্ধ করতে পারবেন এবং চ্যাটবটের আচরণজনিত পরামর্শ নিয়ন্ত্রণ করতে পারবেন।

ওপেনএআই আরও জানিয়েছে, কিশোর-কিশোরীদের মধ্যে হতাশার লক্ষণ দেখা দিলে অভিভাবকদের নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। অভিভাবক ও সন্তানদের মধ্যে আস্থা বজায় রাখতে এই ফিচার বাস্তবায়নে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। ঝুঁকিপূর্ণ ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে গত সপ্তাহে ওপেনএআই একাধিক নিরাপত্তা উদ্যোগ ঘোষণা করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী মাস থেকে এই পরিবর্তনগুলো কার্যকর হবে।

ওপেনএআইয়ের ব্লগে বলা হয়, “চ্যাটজিপিটিকে আরও সহযোগী করতে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেব। আগামী ১২০ দিনের মধ্যে আমাদের অগ্রগতি তুলে ধরব।”

এই ঘোষণা আসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৬ বছর বয়সী এক কিশোরের আত্মহত্যার ঘটনার এক সপ্তাহ পর। ওই কিশোরের বাবা-মা, ম্যাট ও মারিয়া রেইন, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে অভিযোগ করেন, তাদের ছেলে অ্যাডামের ক্ষতিকারক ও আত্মঘাতী চিন্তাকে চ্যাটজিপিটি উৎসাহিত করেছে এবং তার আত্মহত্যার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

রেইন পরিবারের আইনজীবী জে এডেলসন ওপেনএআইয়ের এই উদ্যোগকে “বিতর্ক থেকে দৃষ্টি সরানোর প্রচেষ্টা” বলে সমালোচনা করেছেন। তিনি বলেন, “ওপেনএআই দাবি করছে তারা পণ্যটিকে আরও সংবেদনশীল ও সহায়ক করবে, কিন্তু অ্যাডামের ঘটনা সহায়কতার অভাব নয়, বরং চ্যাটজিপিটি একজন কিশোরকে আত্মহত্যার দিকে প্ররোচিত করেছে।”

গত মাসে ‘সাইকিয়াট্রিক সার্ভিসেস’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, চ্যাটজিপিটি, গুগলের জেমিনি এবং অ্যানথ্রপিকের ক্লদ উচ্চ-ঝুঁকিপূর্ণ আত্মহত্যা-সংক্রান্ত প্রশ্নে ক্লিনিকাল সেরা পদ্ধতি অনুসরণ করলেও, মাঝারি ঝুঁকির প্রশ্নে অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া দেয়। এই গবেষণা এআই-চালিত চ্যাটবটগুলোর মানসিক স্বাস্থ্য সংক্রান্ত তথ্য প্রদানে আরও উন্নতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

লন্ডনের কিংস কলেজের মনোরোগ বিশেষজ্ঞ হ্যামিল্টন মরিন ওপেনএআইয়ের এই অভিভাবক নিয়ন্ত্রণ ফিচারকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “এটি অতিরিক্ত নির্ভরতা বা ক্ষতিকারক কনটেন্টের সংস্পর্শ কমাতে সাহায্য করতে পারে। তবে, এটি কেবল একটি অংশ, সম্পূর্ণ সমাধান নয়।”

ওপেনএআই জানিয়েছে, তারা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে এই ফিচারগুলো আরও উন্নত করবে এবং চ্যাটজিপিটিকে নিরাপদ ও সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলবে।

এআই-চালিত স্টেথোস্কোপ: ১৫ সেকেন্ডে ধরবে হৃদরোগ, ইম্পেরিয়াল কলেজের গবেষণায় বৈপ্লবিক আবিষ্কার

এআই-চালিত স্টেথোস্কোপ: ১৫ সেকেন্ডে ধরবে হৃদরোগ, ইম্পেরিয়াল কলেজের গবেষণায় বৈপ্লবিক আবিষ্কার

 ব্রিটেনের ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন এবং ইম্পেরিয়াল কলেজ হেলথকেয়ার এনএইচএসের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি-চালিত একটি অত্যাধুনিক স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন, যা মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে হৃদরোগের সম্ভাবনা শনাক্ত করতে পারে। এই স্টেথোস্কোপ হৃৎস্পন্দনের অনিয়ম, হার্টের ভালভের সমস্যা এবং রক্ত সঞ্চালনের ত্রুটি দ্রুত ধরতে সক্ষম, যা রোগীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার আগেই সতর্ক করতে পারে।

প্রায় ২০০ বছর আগে আবিষ্কৃত ঐতিহ্যবাহী স্টেথোস্কোপের মাধ্যমে চিকিৎসকরা হৃৎস্পন্দন এবং রক্ত সঞ্চালনের শব্দ শুনে হার্টের অবস্থা নির্ণয় করেন। তবে এই নতুন এআই-চালিত স্টেথোস্কোপ প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে এমন সূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করতে পারে, যা মানুষের কানে ধরা পড়ে না। এটি একটি দ্রুত ইসিজি (ইলেক্ট্রোকার্ডিওগ্রাম) রেকর্ড করে এবং হৃৎস্পন্দন ও রক্তপ্রবাহের তথ্য ক্লাউডে পাঠিয়ে এআই-এর মাধ্যমে বিশ্লেষণ করে। এই প্রযুক্তি হার্ট ফেইলিওর, অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন (অনিয়মিত হৃৎস্পন্দন) এবং হার্টের ভালভের সমস্যা মাত্র ১৫ সেকেন্ডে শনাক্ত করতে পারে।

গবেষকদের মতে, সাধারণত একজন মানুষের হৃৎস্পন্দন মিনিটে ৬০ থেকে ১০০ বারের মধ্যে থাকে এবং এর একটি নির্দিষ্ট ছন্দ থাকে। এই ছন্দে কোনো অনিয়ম হলে, যেমন রক্তনালিতে ব্লক বা হৃৎস্পন্দন ৬০-এর নিচে নেমে গেলে, হার্ট অ্যাটাক বা শ্বাসকষ্ট, মাথা ঘোরা, অজ্ঞান হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। এআই-চালিত স্টেথোস্কোপ এই সমস্যাগুলো দ্রুত শনাক্ত করে চিকিৎসকদের সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিয়োলজির বার্ষিক সম্মেলনে মাদ্রিদে এই স্টেথোস্কোপের কার্যকারিতা প্রদর্শিত হয়েছে। ব্রিটেনের ২০০টির বেশি জিপি ক্লিনিকে ১২,৭২৫ জন রোগীর ওপর পরীক্ষা করে দেখা গেছে, এই স্টেথোস্কোপ ব্যবহারকারী রোগীরা হার্ট ফেইলিওর শনাক্তকরণে ২.৩৩ গুণ, অ্যাট্রিয়াল ফাইব্রিলেশনে ৩.৪৫ গুণ এবং হার্টের ভালভের সমস্যায় ১.৯২ গুণ বেশি সম্ভাবনা দেখিয়েছে। তবে, গবেষকরা জানিয়েছেন, এই যন্ত্রটি সুস্থ ব্যক্তিদের নিয়মিত পরীক্ষার জন্য নয়, বরং শ্বাসকষ্ট, ক্লান্তি বা পায়ে ফোলাভাবের মতো লক্ষণযুক্ত রোগীদের জন্য উপযুক্ত।

ইম্পেরিয়াল কলেজের গবেষক ড. প্যাট্রিক বাখটিগার বলেন, “২০০ বছর ধরে স্টেথোস্কোপের নকশা অপরিবর্তিত ছিল। এই নতুন প্রযুক্তি অবিশ্বাস্যভাবে কার্যকর, যা ১৫ সেকেন্ডের পরীক্ষায় হৃদরোগ শনাক্ত করতে পারে।” ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের ক্লিনিকাল ডিরেক্টর ড. সোনিয়া বাবু-নারায়ণ বলেন, “এটি ২০০ বছরের পুরোনো স্টেথোস্কোপের ২১শ শতাব্দীর রূপ। এই উদ্ভাবন হৃদরোগের প্রাথমিক শনাক্তকরণে বিপ্লব আনবে।”

ব্রিটেনের জিপি ক্লিনিকগুলোতে ইতিমধ্যে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে এবং দক্ষিণ লন্ডন, সাসেক্স এবং ওয়েলসে এর প্রসারের পরিকল্পনা রয়েছে। অনুমোদন পেলে এটি ব্যাপকভাবে ব্যবহার শুরু হবে, যা হৃদরোগের প্রাথমিক শনাক্তকরণে বৈপ্লবিক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Tuesday, September 2, 2025

হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ত্রুটির কারণে আইফোন ব্যবহারকারীদের সাইবার হামলার ঝুঁকি

হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ত্রুটির কারণে আইফোন ব্যবহারকারীদের সাইবার হামলার ঝুঁকি

হোয়াটসঅ্যাপের একটি নিরাপত্তাজনিত ত্রুটির কারণে আইফোন ব্যবহারকারীরা ‘অত্যন্ত জটিল’ সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছে মেটা। এই ত্রুটির কারণে কোনো লিংকে ক্লিক বা ফাইল না খুললেও দূর থেকে ব্যবহারকারীদের ফোন বা কম্পিউটারে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব। সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপ দ্রুত তার নতুন আইওএস সংস্করণ উন্মুক্ত করেছে। আগের সব সংস্করণে এই ত্রুটি থাকায় ব্যবহারকারীদের দ্রুত অ্যাপ হালনাগাদ করতে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

‘সিভিই-২০২৫-৫৫১৭৭’ নামের এই ত্রুটি শনাক্ত করেছে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা দল। হোয়াটসঅ্যাপ জানায়, তাদের মূল্যায়ন অনুযায়ী এই দুর্বলতাটি বিশেষভাবে নির্বাচিত কিছু ব্যবহারকারীর বিরুদ্ধে জটিল কৌশলে ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে আক্রমণকারীরা ইচ্ছেমতো একটি ওয়েব অ্যাড্রেস থেকে কনটেন্ট প্রসেস করতে পারে। মূলত আইওএস ও ম্যাকওএস ব্যবহারকারীদের লক্ষ্য করে এ ধরনের সাইবার হামলা চালানো হচ্ছে।

এই দুর্বলতাকে ‘জিরো-ক্লিক এক্সপ্লয়েট’ হিসেবে অভিহিত করা হচ্ছে। এই ত্রুটির কারণে ব্যবহারকারীর সহায়তা ছাড়াই ফোন বা কম্পিউটারে ক্ষতিকর কোড চালানো সম্ভব। ফলে আক্রমণকারীরা ব্যবহারকারীর অজান্তেই তথ্য সংগ্রহ করতে পারে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জ্যামফের বিশেষজ্ঞ অ্যাডাম বয়ন্টন বলেন, ‘জিরো-ক্লিক এক্সপ্লয়েট সাধারণ প্রতারণার চেয়ে অনেক বেশি বিপজ্জনক। এ ধরনের আক্রমণের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, প্রবেশাধিকার তথ্য বা গোপন আলাপচারিতা হাতিয়ে নেওয়া সম্ভব। এমনকি এগুলো ভবিষ্যতে মুক্তিপণ আদায়ের সফটওয়্যার বা র‌্যানসমওয়্যার হামলার ক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে।’

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, যাদের টার্গেট করা হয়েছে, তারা সরাসরি অ্যাপের ভেতরে নোটিফিকেশন পাবেন। ই–মেইল বা এসএমএসে কোনো সতর্কবার্তা পাঠানো হবে না। অ্যাডাম বয়ন্টন আরও বলেন, ‘অধিকাংশ ব্যবহারকারী এ ধরনের নোটিফিকেশন নাও পেতে পারেন। তবে সবারই উচিত অ্যাপ হালনাগাদ করে নিরাপদ থাকা।’